নৌকা প্রতীক নিয়ে মিথ্যাচার হচ্ছে : মির্জা আজম
জামালপুর প্রতিনিধি
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, ‘নৌকা হচ্ছে শেখ হাসিনার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, আওয়ামী লীগের প্রতীক। আর এই নৌকা প্রতীক নিয়ে মিথ্যাচার করা হচ্ছে, শেখ হাসিনা নাকি আরেকটা প্রতীক দিসে, নাম নাকি ঈগল মার্কা।’
জামালপুর সদরের দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর সদর আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজদের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।