পছন্দের কলেজ না পেয়ে ভর্তির নিশ্চায়ন করেনি ২৪ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে প্রথম পর্যায়ে ভর্তির জন্য আবেদন করেও পছন্দের কলেজ না পেয়ে ভর্তি নিশ্চায়ন করেনি ২৪ হাজার শিক্ষার্থী। ফলে তাদের ভর্তি আবেদন বাতিল করা হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে এসব শিক্ষার্থীকে ফের আবেদন করতে হবে। প্রথম পর্যায়ে চট্টগ্রামে মোট ১ লাখ ১৪ হাজার ৪৫০ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনীত করা হয়। ভর্তি নিশ্চায়ন করেছেন ৯০ হাজার ৪৫০ জন শিক্ষার্থী। ফলে ভর্তি নিশ্চায়ন না করার কারণে প্রথম পর্যায়ের আবেদন বাতিল হয়ে গেছে ২৪ হাজার শিক্ষার্থীর।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক বলেন, প্রথম পর্যায়ে আবেদন করেও পছন্দের কলেজ না পাওয়ায় ভর্তি নিশ্চায়ন করেনি ২৪ হাজার শিক্ষার্থী। প্রাথমিক নিশ্চায়ন না করায় তাদের আবেদন বাতিল হয়ে গেছে। বাতিল হওয়া শিক্ষার্থীদের নতুন করে আবেদন করতে হবে। ভর্তির আবেদনে সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দক্রম দিয়ে আবেদন করা যাবে।

জানা যায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২৮০টি কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রথম পর্যায়ে ১ লাখ ২৩ হাজার ১৫১ জন শিক্ষার্থী আবেদন করে। তারমধ্যে ১ লাখ ১৪ হাজার ৪৫০ জন শিক্ষার্থী কলেজে ভর্তির মনোনয়ন পায়। আর আবেদন করেও প্রথম তালিকায় ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী কোনো কলেজ পায়নি। এরমধ্যে জিপিএ-৫ পাওয়া ৫০১ শিক্ষার্থীও রয়েছে। তারমধ্যে জিপিএ-৫ পাওয়া ১১ হাজার ৭২ জন প্রথম পর্যায়ে ভর্তির জন্য মনোনীত হয়েছেন।
এদিকে দ্বিতীয় ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে আগামীকাল ১৬ সেপ্টেম্বর। এ ধাপে ১৭ ও ১৮ সেপ্টেম্বর প্রাথমিক নিশ্চায়নের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন শেষে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়ন চলবে। আর প্রাথমিক নিশ্চায়ন সম্পন্নকারী শিক্ষার্থীরা তাদের আবেদনে দেয়া পছন্দক্রমের উপরের দিকের কলেজে অটো মাইগ্রেশনের সুযোগ পাবে। মাইগ্রেশনের জন্য আলাদা আবেদনের প্রয়োজন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights