পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরের পীরগঞ্জে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার রায়পুর ইউনিয়নের ধুলগাড়ি গ্রামের মৃত ঈমান উদ্দিনের ছেলে সেলিম মিয়া (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় এ ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। শিশুটির বাবা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সোমবার সকালে অভিযুক্ত সেলিমকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, শিশুটি ওইদিন বিকেলে বাড়ি থেকে নিকটবর্তী দোকানে যাওয়ার পথে নির্জন রাস্তায় একা পেয়ে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে এবং ঘটনা প্রকাশ করলে জীবননাশের হুমকি প্রদর্শন করে। শিশুটি বাড়িতে গেলে প্রতিবেশী এক ভাবি তার হাঁটা-চলার লক্ষণ দেখে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ঘটনা প্রকাশ করে দেয়। পরে থানা পুলিশকে অবহিত করলে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।