পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় মো. তরিকুল ইসলাম শরীফ (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬ টার দিকে বাউফল-বগা আঞ্চলিক সড়কের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার মানিক চৌকিদারের বাড়ির সামনে থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক তরিকুলের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত তরিকুল উপজেলার কনকদিয়া গ্রামের আবু বক্কর শরীফের ছেলে। পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক ছিলেন তরিকুল।

বগা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল জানান, ‘ধারনা করা হচ্ছে পরিবহনের কোনো গাড়ি অথবা ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে গেছে। ঘটনাস্থলেই তরিকুল মারা গেছেন বলে তিনি ধারনা করেন। তাঁর মাথা থেতলে গেছে। বাস শনাক্তের চেষ্টা চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights