পণ্য বর্জন সস্তা রাজনীতি ও দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ : হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, কোন দেশের পণ্য বর্জন করা সস্তা রাজনীতি ছাড়া কিছু না। এতে কোন সুফল আসে না। এটা বরং রাজনৈতিকভাবে দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ ঘটানো। এসবে সরকারের সঙ্গে কোন রাষ্ট্রের সম্পর্ক নষ্ট হবে না। বরং এ সরকার সকল রাষ্ট্রের সঙ্গে সু-সম্পর্ক রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া সদরের হরিনারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী মহাসম্মিলন অনুষ্ঠানে হানিফ এসব কথা বলেন। ১৩৩ বছরের পুরনো ঐতিহ্যবাহী এ স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ বলেন, খালেদা জিয়ার অসুস্থ্যতা এবং মামলা নিয়ে বিএনপি রাজনীতি করতে পারে তবে আওয়ামী লীগ কোন রাজনীতি করেনি। আইনে যেমনটি হওয়ার কথা তাইই হয়েছে। বরং প্রধানমন্ত্রী অঅনুকম্পা দেখিয়ে তাকে কারাগারে না রেখে বাসায় থাকার ব্যবস্থা করেছেন।
হানিফ আরও বলেন, যারা নাশকতা কর্মকাণ্ডে অভিযুক্ত যারা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। বিএনপি সন্ত্রাসের পক্ষে অবস্থান নিয়েছে বলে বলতে পারছে পুলিশী রাষ্ট্রের কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights