পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের বাঁশখালীর চাম্বলে নিজের দোকানে শহীদ দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে প্রকাশ কর্মকার (২৬) নামের এক ব্যবসায়ী বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নিজের হার্ডওয়্যার দোকানের সামনে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে প্রকাশ কর্মকার বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত প্রকাশ চাম্বল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব চাম্বল কর্মকার পাড়ার কমল কর্মকারের ছেলে।
বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, দোকানে পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন প্রকাশ কর্মকার। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।