পদ্মার দুই ইলিশ ১৭ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর দুইটি ইলিশ মাছ ১৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। আজ শনিবার সকালে দৌলতদিয়া বাস টার্মিনাল সংলগ্ন আড়তে চার কেজি ওজনের মাছ দুইটি নিলামে বিক্রি হয়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে পদ্মা নদীর দৌলতদিয়া এলাকায় জেলেদের জালে মাছ দুটি ধরা পড়ে। আজ শনিবার সকালে মাছ দুইটি স্থানীয় আড়তে তোলা হয়। সেখানে বেশ কয়েকজন ব্যবসায়ী নিলামে অংশগ্রহণ করেন। দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ চার হাজার টাকা কেজি দরে মাছ দুটি ক্রয় করেন।

শাহজাহান শেখ বলেন, আমি সকালে দৌলতদিয়া বাস টার্মিনাল সংলগ্ন দুলাল মন্ডলের আড়তে যাই। সেখানে বড় আকারের দুটি ইলিশ মাছ দেখে নিলামে অংশ নেই। আমি চার হাজার টাকা কেজি দরে মোট ১৬ হাজার টাকা দিয়ে মাছ দুটি ক্রয় করি। পরে ঢাকায় এক পরিচিত ব্যবসায়ীর কাছে ৪ হাজার ৩০০ টাকা কেজি দরে ১৭ হাজার ২০০ টাকায় মাছ দুটি বিক্রি করি আমার ১ হাজার ২০০ টাকা লাভ হয়েছে।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহরিয়ার জামান বলেন, পদ্মায় দুটি ইলিশ চার কেজি আমাদের সবার জন্য সুসংবাদ। পদ্মায় আমাদের তৎপরতার কারণে ইলিশ মাছ বড় হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights