‌‘পরাজিত হয়ে বিএনপির মতো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় স্বতন্ত্র প্রার্থী’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
‘নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর মতো ঘরে বসে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও তার অনুসারীরা।’

সোমবার বিকেলে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন রাজশাহী-৬ আসনের চারঘাট ও বাঘা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে মিথ্যা ও বানোয়াট অভিযোগ এবং অসত্য তথ্যের ভিত্তিতে উল্লিখিত সংসদীয় আসন থেকে সম্প্রতি পরাজিত কাঁচি মার্কার স্বতন্ত্র এমপি প্রার্থী রাহেনুল হক ও তার অনুসারীরা সংবাদ সম্মেলন করে নির্বাচনকে আজ প্রশ্নবিদ্ধ করতে উঠে পড়ে লেগেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের প্রধান নির্বাচনি এজেন্ট সাইফুল ইসলাম বাদশা। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন- চারঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফখরুল ইসলাম, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আশরাফুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবির প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকের দাবির তীব্র নিন্দা জানান। নেতারা বিএনপি জামায়াতের মতো এমন কর্মকান্ড থেকে রাহেনুল হককে বিরত থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights