পরিচয় গোপন করে ২৮ বছর পলাতক, তবুও শেষরক্ষা হলো না!
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
২৮ বছর পলাতক থাকার পর বগুড়ায় স্ত্রী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আজাহার আলীকে (৬০) গ্রেফতার করেছে র্যাব-১২। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় যৌথ অভিযানে চট্টগ্রামের ফটিকছড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজাহার বগুড়ার শিবগঞ্জ উপজেলার ছাতুয়া শালুকগাড়ী গ্রামের মৃত জসমত আলীর ছেলে। আদালতে সাজা হওয়ার পর থেকে তিনি চট্টগ্রামের ফটিকছড়ি এলাকায় পরিচয় গোপন করে চা শ্রমিকের কাজ করতেন।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় বগুড়া র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন প্রেস ব্রিফিং এসব তথ্য জানান।
তিনি আরো জানান, আসামি আজাহার আলী পারিবারিক বিরোধ কেন্দ্র করে তার প্রথম স্ত্রী জাহানারা বেগমকে হত্যা করেন। এ ঘটনায় নিহত জাহানারার মামা আমজাদ হোসেন বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলা ১৯৯৩ সালে রুজু হয় এবং ১৯৯৮ সালে আদালতের রায়ে আজাহার আলী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়। এর আগে তিনি গ্রেফতার হয়ে ২ মাসের বেশি জেলহাজতে ছিলেন। পরে জামিন নিয়ে ১৯৯৫ সালে বগুড়া ছেড়ে চট্রগ্রামের ফটিকছড়ি চলে যান। সেখানে বাবার নাম পরিবর্তন করে নতুনভাবে নিজের পরচিতি তৈরি করেন। পরে ওই এলাকায় চা শ্রমিকের কাজ করতে থাকেন। দীর্ঘ ২৮ বছর ধরে তিনি আত্মগোপনে থাকার পর বুধবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ ও র্যাব-৭ যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় সোপর্দ করা হবে।