পর্যটকদের আকৃষ্ট করতেই মদন হাওরে পর্যটন সেন্টার
নেত্রকোনা প্রতিনিধি
বর্ষা মওসুমে হাওর অঞ্চলের স্বচ্ছ জলরাশির মনোমুগ্ধকর পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটকদের আকৃষ্ট করতে এবার নেত্রকোনার হাওরে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন পর্যটন সেন্টার ও রেস্ট হাউস। যেখানে ঘুরতে আসা পর্যটকদের জন্য রাখা হয়েছে সুব্যবস্থা। ইতিমধ্যে কেন্দ্রটির উদ্বোধন করা হয়েছে। ফলে চলতি বছর পর্যটকদের আনাগোনা বাড়বে মনে করছেন স্থানীয়রা।
হাওরের ডুবন্ত সড়ক নির্মাণ হওয়ায় গত কয়েক বছর ধরেই বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর ঘাটের বালই, গোবিন্দ শ্রী হাওরে ঘুরতে আসেন অসংখ্য দর্শনার্থী। কিন্তু এই হাওড়পাড়ে ছিলো না কোন বিশ্রাম বা বসে একটু নাস্তা খাওয়ার মতো সুব্যবস্থা। এতে নানা বিড়ম্বনা পোহাতে হতো পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা পর্যটকদের। বিশেষ করে নারীদের জন্য হতো বেশি সঙ্কট। বিশাল জলরাশির এলাকায় আশপাশে নেই বাড়িঘরও। যে কারণে ওয়াশ রুমের প্রয়োজন পড়লে বেশি বিড়ম্বনায় পড়তেন নারী পর্যটকরা। যে কারণে ধীরে ঘুরতে আসা মানুষের সংখ্যা ২০১৮ সন থেকে বাড়লেও দুই তিন বছর ধরে আবার কমতে শুরু করে।
এমন পরিস্থিতিতে আগে একটি পর্যটন সেন্টার করার উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি সম্প্রতি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অর্থায়নে প্রায় এক কোটি টাকা ব্যয়ে হাওরাঞ্চলের মদন উচিতপুর ঘাটে নির্মাণ করা হয়েছে পর্যটন সেন্টার কাম রেস্ট হাউস। যেখানে বসে পর্যটকরা এখন থেকে হাওর দেখার পাশাপাশি নিতে পারবেন বিশ্রাম। বিশেষ প্রয়োজনে থাকতেও পারবেন পর্যটকরা। দু’টি কক্ষ করা হয়েছে। স্থানীয়রা বলছেন এতে চলতি বছর হওরে দর্শনার্থীর সংখ্যা অনেক আংশেই বাড়বে।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ জানিয়েছেন, মূলত হাওরে পর্যটকদের আকৃষ্ট করতেই পর্যটন সেন্টার কাম রেস্ট হাউসটি স্থাপন করা হয়েছে। কোন মানুষ এতো বড় বিশাল জলরাশি দেখে ক্লান্ত হয়ে বিশ্রাম নেয়ার পাশাপাশি নারীরা রিফ্রেশ হওয়ার সুবিধা পাবেন। সেইসাথে বসে খাবার দাবার খেতে পারবেন। এটার ভেতর থেকে অসাধারণ সৌন্দর্য অবলোকন করে মুগ্ধ হবেন পর্যটকরা। বজ্রপাত বা ঝর বৃষ্টিতেও আশ্রয় হবে।