পর্যটন আমাদেরই এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটন প্রতিমন্ত্রী

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি বলেছেন, আমাদের পর্যটন আমাদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে। পর্যটনের পরিবেশ তৈরি করতে হবে, সেই দায়িত্ব আমাদের সকলের। বুধবার দুপুরে কুয়াকাটার একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মো.মাহবুব আলী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাসহ সকলকে নিয়ে কুয়াকাটার মাস্টার তৈরি করা হবে। মাস্টারপ্লান চূড়ান্ত হয়ে গেলে উন্নয়নের কাজ পুরোদমে শুরু হবে।
প্রতিমন্ত্রী এর আগে “মুজিব’স বাংলাদেশ’’ উপকূলীয় ও সমুদ্র পর্যটন সম্ভাবনা শীর্ষক কর্মশালায় যোগদান করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন।
এসময় পটুয়াখালী জেলা প্রশাসক শরিফুল হক ও জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীরসহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights