পশ্চিমাদের শক্ত বার্তা রাশিয়ার?

ইউক্রেনকে লক্ষ্য করে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় মিসাইল ছুড়েছে রাশিয়া। বৃহস্পতিবার ভোরে মিসাইলটি ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, মিসাইলটি ছোড়া হয়েছে রাশিয়ার আসট্রাখান থেকে। ভোলোগোরোদের দক্ষিণ-পূর্ব দিকের এই অঞ্চলটি কাস্পিয়ান সাগরের পাশে অবস্থিত।

বিবিসি বলছে, ইউক্রেনের নিপ্রো শহরে রাশিয়ার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) নিক্ষেপের খবর সত্যি হলে, এটি শুধুমাত্র এই যুদ্ধে নয়, ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে এই ধরনের মিসাইল ব্যবহারের ঘটনা হবে।

বিশ্লেষকদের মতে, রাশিয়া এর মাধ্যমে পশ্চিমা বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দিতে চায়। বার্তাটি হলো- ‘আমাদের এমন মিসাইল রয়েছে যা পৃথিবীর যেকোনো স্থানে আঘাত করতে সক্ষম এবং এটি পরমাণু অস্ত্র বহন করতে পারে।’

তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিপ্রোর ওপর ব্যবহৃত অস্ত্রটি ছিল প্রচলিত (কনভেনশনাল) মিসাইল, পরমাণু অস্ত্র নয়। এটি ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের প্রতিক্রিয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়।

রাশিয়ার এই পদক্ষেপের জবাবে পশ্চিম থেকে আরও তীব্র নিন্দা এবং রাশিয়ার ভূখণ্ডে ড্রোন ও মিসাইল হামলার পরিকল্পনা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি বলছে, মস্কো নতুন এবং দীর্ঘ পাল্লার মিসাইল ব্যবহারে যে তৎপরতা দেখিয়েছে, তা ইউক্রেনের জন্য নতুন সংকটের ইঙ্গিত দেয়। এটি কেবল রাশিয়ার সামরিক ক্ষমতার প্রদর্শন নয়, বরং পশ্চিমা অস্ত্র সরবরাহের বিরুদ্ধে একটি কঠোর বার্তা।

বিশ্বজুড়ে এই ঘটনার প্রতিক্রিয়া এবং এর পরবর্তী কার্যক্রম নজরদারি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights