পশ্চিম তীরে সহিংসতা নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে যা বললেন বাদশাহ আবদুল্লাহ
অনলাইন ডেস্ক
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে তিনি বলেছেন, ফিলিস্তিনের পশ্চিম তীরে সহিংসতা এই অঞ্চলে স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।
সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি হামলায় চলতি বছরের প্রথম দুইমাসে অন্তত দেড়শ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনিদের হামলায় কয়েকজন ইসরায়েলি নাগরিকও নিহত হয়েছে।
জর্ডানের কর্মকর্তারা বলেছেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বাদশাহ আব্দুল্লাহ আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ফিলিস্তিনের সহিংসতা হ্রাসের উদ্যোগ নেওয়া এবং তাদের সিরিয়া সীমান্তে মাদক চালান বন্ধে সহযোগিতা চান। এই মাদক চোরা-চালানোর জন্য জর্ডান ইরানপন্থি মিলিশিয়াদের দায়ী করে থাকে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। জর্ডান সফর শেষে তিনি মিশর এবং ইসরায়েলে যাবেন। এই অঞ্চলে ইরানের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের এই মন্ত্রী মিত্র দেশগুলোতে তাদেরকে সমর্থনের অংশ হিসেবে সফর করছেন।
এক টু্ইট বার্তায় লয়েড অস্টিন লেখেন, ‘সফর শেষ করার আগে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে তিনি বৈঠক করবেন। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় তিনি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করবেন।’
গত সপ্তাহে আকাবা শহরে প্রথম ফিলিস্তিনি-ইসরায়েলি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে যুক্তরাষ্ট্র এবং মিশরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠকে বাদশাহ আব্দুল্লাহ বলেন, সর্বাত্মক আরব-ইসরায়েল শান্তি চুক্তির জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের উদ্যোগ ত্বরাণ্বিত করতে হবে। সূত্র: আল আরাবিয়া