পাঁচবিবি বালিঘাটা ইউনিয়নে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মোঃ উমর ফারুক, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে বালিঘাটা ইউনিয়নের উত্তর গনেশপুর পুকুর পাড় এলাকায় ১০০ জন দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে, শনিবার সন্ধ্যার পরে কনকনে শীতের মধ্যে দুস্থ মানুষ যখন ঘর থেকে বাইরে যেতে পারছে না
সেই কষ্টের সময় মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পাঁচবিবি পৌরসভার পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব এই কম্বল বিতরণ করেন,
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র নূর হোসেন, বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব , স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।