পাঁচশ’ কোটির ঘর ছাড়াল জওয়ান

অনলাইন ডেস্ক

মাত্র পাঁচ দিনেই বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপির বেশি আয় করেছে শাহরুখ খানের সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘জওয়ান’। শাহরুখ খানের এই ছবি বলিউডের চলতি বছরের তৃতীয় ছবি, যেটি ৩০০ কোটি অতিক্রম করল। ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, ইতোমধ্যেই বিশ্বব্যাপী ৫২০.৭৯ কোটি টাকা আয় করেছে জওয়ান।

শাহরুখের এই অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটি মুক্তি পায় ৭ আগস্ট, বৃহস্পতিবার। শুরুতেই পাঠানের রেকর্ডও ভেঙে দেয় ‘জওয়ান।’ বলিউডে এর আগে ওপেনিংয়ে রেকর্ডটি ছিল পাঠানের দখলে। প্রথম দিনে ৫৭ কোটি আয় করেছিল জওয়ান। সেই রেকর্ড ভেঙে ওপেনিংয়েই হিন্দি-তামিল মিলিয়ে ৭৫ কোটির গণ্ডি ছোঁয় জওয়ান।

তথ্য অনুসারে, জওয়ান ভারতে পঞ্চম দিনে সমস্ত ভাষায় ৩০ কোটির ব্যবসা করেছে। জওয়ান প্রথম দিনে ৭৫ কোটি (হিন্দি: ৬৫.৫ কোটি, তামিল: ৫.৫ কোটি এবং তেলেগু: ৪ কোটি) উপার্জন করেছে। দ্বিতীয় দিনে ৫৩.২৩ কোটি (হিন্দি: ৪৬.২৩ কোটি, তামিল: ৩.৮৭ কোটি, তেলেগু: ৩.১৩ কোটি)। তৃতীয় দিনে ৭৭.৪৩ কোটি (হিন্দি: ৬৮.৭২ কোটি, তামিল: ৫.৩৪ কোটি, তেলেগু: ৩.৭৭ কোটি) এবং দিনে ৮০.১ কোটি (হিন্দি: ৭১.৬৩ কোটি; তামিল: ৫ কোটি; তেলেগু: ৩.৪৭ কোটি) চার এখন পর্যন্ত ভারতে ছবিটির মোট সংগ্রহ ৩১৬.১৬ কোটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights