পাকিস্তানকে ১৫৫ রানে আটকে সেমির আশা জিইয়ে রাখল বাংলাদেশ
অনলাইন ডেস্ক
বাংলাদেশকে ১৫৬ রানের টার্গেট দিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ৪০ ওভার ৪ বলে ১৫৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আজ শনিবারের ম্যাচে সঠিক সময়ে, সঠিক কাজটাই করেছেন বাংলাদেশের বোলাররা। তাতে পাকিস্তানকেও আটকে রাখা গেছে অল্প রানের মধ্যেই। ফলে প্রথম ইনিংস শেষে সেমিফাইনালে যাওয়ার আশাও টিকে রইল।
এর আগে দক্ষিণ আফ্রিকার বেনোনিতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।
বোলার রোহানাত-দৌলা বর্ষন এবং শেখ পারভেজ জীবনের আঁটসাঁট বোলিং এবং উইকেট শিকারের সুবাদে ১৫৫ রানেই আটকেছে পাকিস্তান।
সমীকরণটা আপাতত সহজই বলা যায়। বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে এই রান ৩৮.৫ ওভারের মধ্যে পাড়ি দিতে হবে যুবা টাইগারদের।