পাকিস্তানের হার, বাবরের সমালোচনায় সাবেক ক্রিকেটাররা

অনলাইন ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে গতকাল পাকিস্তানকে ৬০ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। তবে এই হারের জন্য পাকিস্তানি ব্যাটার বাবর আজমের ধীর গতির ইনিংসের সমালোচনা করছেন সাবেক অনেক ক্রিকেটার।

পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল ৩২১ রান। ওভারপ্রতি ৬.৪২ রান। কিন্তু ব্যাটিংয়ে সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি বাবর আজম। ওপেনিংয়ে নেমে খেলেছেন ৯০ বলে ৬৪ রানের মন্থর ইনিংস।

ব্যাটিং করেছেন ৭১.১১ স্ট্রাইক রেটে। ফলাফল ৬০ রানে হেরে গেছে পাকিস্তান। এই হারে বিদায়েরও শঙ্কা জেগেছে পাকিস্তানের। টপ অর্ডারে ব্যাটিংয়ে নেমে বাবরের এমন ইনিংসের সমালোচনা করেছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম, ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ কাইফের মতো সাবেকরা। ম্যাচ হারের পেছনে বাবরের ইনিংসের দায় দেখছেন তারা।

ইউটিউব চ্যানেল স্পোর্টস সেন্ট্রালের ম্যাচ-পরবর্তী বিশ্লেষণ অনুষ্ঠানে ওয়াসিম আকরাম বলেছেন, ‘ম্যাচ শুরুর আগে আমি বলেছিলাম বাবর আজম যেন রান রেট নিয়ে না ভাবে। সে যতটা সম্ভব সময় নিক এবং পাকিস্তানের ব্যাটিং তাকে ঘিরে আবর্তিত হোক। কিন্তু আমার তো মনে হয় সে কথাটা সিরিয়াসলি নিয়ে ফেলেছে এবং সেটাই করেছে। তাই বলে আমি ওকে এতগুলো ডট দিতে বলিনি।’

এদিন বাবর ৯০ বলের মধ্যে ৫২টি ডট বল খেলেছেন। অর্থাৎ ৫৭.৭৭% বলে তিনি কোনো রান নিতে পারেননি। আর ৩০০ এর বেশি লক্ষ্যে নেমে বাবর ফিফটি করতে খেলেছেন ৮২ বল।

ভারতের সাবেক স্পিনার অশ্বিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘সালমান আলী আগার ব্যাটিংয়ের সঙ্গে ফিফটির পথে বাবরের যাত্রা যেন কচ্ছপ ও খরগোশের গল্পের সেরা চিত্রায়ণ।’

৬৯ রানে ৩ উইকেট পড়ার পর সহ-অধিনায়ক আগা সালমানের সঙ্গে ৫৯ বলে ৫৮ রানের জুটি গড়েন বাবর। যার মধ্যে সালমান আগা ২৮ বলে করেছেন ৪২ রান, আর ৩১ বলে ১৬ রান বাবরের। ইনিংস দুটির পার্থক্য বোঝাতে গিয়েই অশ্বিন কচ্ছপ ও খরগোশের দৌঁড়ের গল্প মনে করালেন।

আরেক সাবেক কাইফের মতে বাবরের ব্যাটিং মনে হয়েছে বাপ-দাদার আমলের। তিনি এক্সে লিখেছেন, ‘বাবর এখনো ৮০-এর দশকের ওয়ানডে ক্রিকেট খেলছে। অনিয়মিত স্পিনারদের বিপক্ষে মাত্র দুটি বাউন্ডারি মেরেছে, মাঝের ওভারগুলোতেও অল্প রান এসেছে। এটা (এ ধরনের ব্যাটিং) আধুনিক ক্রিকেটে কোনো কাজে আসে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights