পাকিস্তানে জুমার নামাজের সময় মাদরাসায় বোমা হামলা, নিহত ৬
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে একটি মাদরাসায় জুমার নামাজের আগে আলোচনার সময় বোমা হামলার ঘটনা ঘটে। এতে ছয় জন নিহত হয়েছেন। যে স্থানে এ ঘটনা ঘটেছে সেটি ঐতিহাসিকভাবে আফগান তালেবানের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে বিবেচিত। স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
এ ঘটনায় ওই মাদরাসার প্রধান মাওলানা হামিদ-উল-হক আহত হয়েছেন। তিনি প্রয়াত মাওলানা সামিউল-হকের পুত্র। সামিউল হককে তালেবানের জনক বলে বিবেচনা করা হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা নাজিক রহমান বলেন, আহত হামিদ-উল-হকের অবস্থা গুরুতর।
পাকিস্তানের ওই ধুলোমাখা শহরটি আফগান সীমান্তের কাছে অবস্থিত। এখানে দারুল উলম হাক্কানী বিশ্ববিদ্যালয় অবস্থিত। ১৯৯০ সালে তালেবান এখান থেকে আন্দোলনের সূচনা করেছিল। তবে এ হামলায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।
পাকিস্তান দুটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই করছে। যার মধ্যে একটি হলো ইসলামপন্থিদের নেতৃত্বে একটি বিদ্রোহী গোষ্ঠী এবং অন্যটি জাতিগত বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী।