পাহাড়ে ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের বৈসাবি সহায়তা দিল সেনাবাহিনী
রাঙামাটি প্রতিনিধি
আসন্ন বৈসাবি উপলক্ষে পাহাড়ের দরিদ্র নৃ-গোষ্ঠীদের আর্থিক সহায়তা দিয়েছে রাঙামাটি সেনা রিজিয়ন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাঙামাটি রিজিয়নের প্রান্তিক মাঠে আনুষ্ঠানিকভাবে ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের বিভিন্ন সম্প্রদায়ের প্রায় ২১ জনকে আর্থিক সহায়তা তুলে দেন রাঙামাটি সেনা রিজয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।
ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতি, বর্ণ, ধর্ম ও নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। রাঙামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে পাহাড়ি এলাকায় জনসাধারণের কল্যাণার্থে কার্যক্রম অব্যাহত রেখেছে। পাহাড়ের ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের আসন্ন বিজু, সাংগ্রাইয়, বৈসুক ও বিহু উৎসব যাতে আনন্দের সাথে উদযাপন করতে পারে সে লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতেও সেনাবাহিনীর এ সহায়তামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।