পা মচকেছে সুবর্ণা মুস্তাফার, আঘাত পেয়েছেন পিঠেও
সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। তিনি জানিয়েছেন, সিঁড়ি থেকে পড়ে তার ডান পা মচকে গেছে। পিঠের নিচের অংশে আঘাত পেয়েছেন। তবে ভাগ্যক্রমে বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি।
দুঃসংবাদটি জানিয়ে সুবর্ণা মুস্তাফা ফেসবুকে লেখেন, বন্ধুরা, গত কয়েক দিন আমি বিছানায় ছিলাম। সিঁড়ি থেকে পড়ে আমার ডান পা মচকে যায় এবং আমার পিঠের নিচের অংশে আঘাত পায়। যদিও ভাগ্যক্রমে কোনো কিছু ছিঁড়ে যায়নি বা ভাঙেনি। এখন একটু ভালো লাগছে। হাসপাতালে যাওয়ার পর এই আমার প্রথম বাইরে বের হওয়া। ভাবলাম আপনাদের সবাইকে জানাই।
উল্লেখ্য, প্রথমে মঞ্চে কাজ করলেও আশির দশকে টিভিতে অভিষেক হয় সুবর্ণা মুস্তাফার। মঞ্চ ও টিভি- দুই মাধ্যমেই জনপ্রিয়তা পান সুবর্ণা। সেসময় তিনি বেশকিছু বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেন। সুবর্ণা আলোচনায় আসেন ১৯৯০ সালে বিটিভিতে প্রচার হওয়া হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে বরকত উল্লাহর পরিচালনায় ‘কোথাও কেউ নেই’ নাটকের মাধ্যমে।