পিরোজপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

পিরোজপুর প্রতিনিধি

ছাত্র-জনতার উপরে গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে পিরোজপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। বুধবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পোষ্ট অফিস সড়কে অবস্থান কর্মসূচি পালন করে।

বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাইদুল ইসলাম কিসমত, শেখ সহিদুল্লাহ শহিদ, সরোয়ার হোসেন, সরদার কামরুজ্জামান চাঁন।

এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ছাত্র-জনতার উপরে গুলি চালিয়ে হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। অবিলম্বে তাদের এ দেশের মাটিতে বিচার করতে হবে। বিক্ষোভ মিছিল শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তাদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights