পুরো বাংলাদেশ এখন আমার নাম জানে : কোর্টনি কফি

অনলাইন ডেস্ক

ঈদে দেশের সর্বোচ্চ সংখ্যক সিনেমা হলে চলছে ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান অভিনীত ছবি ‘রাজকুমার’। ঈদের দিন থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে ঈদের দিন থেকেই হাউজফুল যাচ্ছে সিনেমাটি। হিমেল আশরাফ পরিচালিত এ ছবিতে প্রথমবারের মতো মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির সঙ্গে জুটি বেঁধেছেন শাকিব খান।

ঈদে দেশের ১২৫টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাওয়া ছবিটি দর্শকের বিপুল সাড়া পাচ্ছে। ভক্তদের এমন ভালোবাসায় অভিভূত শাকিব খানের মার্কিন নায়িকা কোর্টনি কফি। সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন নিজের অনুভূতি। ‘রাজকুমার’ সিনেমা দিয়ে গোটা বাংলাদেশ নিজেকে চিনেছে বলে মন্তব্য করেছেন কোর্টনি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমি আনন্দিত এবং উচ্ছ্বসিত। ‘রাজকুমার’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের সব ধরনের জনগণ আমার নাম জেনেছে। সবাইকে ধন্যবাদ। বিষয়টি আমাকে গর্বিত করেছে।

এরপর বাংলা ভাষায় অভিনেত্রী আরও বলেন, ‘সবাইকে আমার হৃদয় থেকে ভালোবাসা ও ধন্যবাদ। আপনারা সবার প্রিয় রাজকুমার সিনেমাটি সুপারহিট করবেন বলে আমি আশাবাদী।’
এদিকে, ‘রাজকুমার’-এর সাফল্যের রেশে উচ্ছ্বসিত শাকিব খান। দর্শকদের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। সোমবার সকালে সমাজমাধ্যমের পাতায় ঢালিউড সুপারস্টার লিখেছেন, ‌‘অবিরামভাবে মিলিয়ন মিলিয়ন ভালোবাসা পাচ্ছে রাজকুমার। প্রিয় দর্শকদের জন্যই এটা সম্ভব হয়েছে। সবাইকে ভালোবাসা।’

পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে রাজকুমার ছবি নির্মিত হয়েছে। এতে শাকিব-কোর্টনি ছাড়াও এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, মাহিয়া মাহি, আরশ খান, ডা. এজাজ প্রমুখ।

বিডি-প্রতিদিন/শআ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights