পুলিশের মন্দ কাজ করার সুযোগ বেশি

নূর মোহাম্মদ

প্রাক্তন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন করা পুলিশের কাজ। পুলিশের যেমন ভালো কাজ রয়েছে, তেমনি মন্দ কাজও রয়েছে। তবে পুলিশে মন্দ কাজ করার সুযোগ বেশি। কারণ পুলিশের হাতে অস্ত্র রয়েছে। তারা সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত।
গতকাল আলাপকালে এ মন্তব্য করেন তিনি। সাবেক এই পুলিশ প্রধান বলেন, পুলিশ সরকারের দর্পণ হিসেবে কাজ করে। ফলে পুলিশ অপরাধে জড়ালে দ্রুত ছড়িয়ে পড়ে। নূর মোহাম্মদ বলেন, সরকারি সব প্রতিষ্ঠানেই ভালো-মন্দ কাজ রয়েছে। তাদের মন্দ কাজগুলো এত বেশি সামনে আসে না। মানুষ আগে পুলিশ নিয়ে খারাপ চিন্তা করত, এখনো করে। সাবেক আইজিপি বলেন, পুলিশকে সব অবস্থায় পেশাদারিত্ব বজায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। পুলিশের সেবার মান উন্নয়ন এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারি নিশ্চিত করতে হবে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অধস্তন কর্মকর্তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখবেন এবং মনিটরিং করবেন। যদি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভালো না হন, নিবিড় পর্যবেক্ষণ না করেন তবে অধস্তন কর্মকর্তারা নানা অপরাধ করার সুযোগ পায় এবং জড়িয়ে পড়ে। নিরপেক্ষ এবং পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশের মান বাড়াতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights