পেলের বদলে ভিনিসুয়াস, শোক জানাতে গিয়ে বিপাকে অভিনেত্রী!
পেলের আত্মার শান্তি কামনা করে পোস্ট করেই বিপাকে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার! তার সেই পোস্ট নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।
ফেসবুকে মধুমিতা শোকবার্তার পেলের ছবি দিতে গিয়ে গোলমাল বাঁধিয়েছেন। বিশ্বকাপ হাতে থাকা পেলের প্রথম ছবিটা ঠিকই ছিল। তবে গোল বেঁধেছে দ্বিতীয়টায়।
দ্বিতীয় ছবিতে পেলে ভেবে মধুমিতা দিয়ে বসেন ব্রাজিলের অন্য এক ফুটবলারের ছবি। সেই ফুটবলারের নাম ভিনিসুয়াস জুনিয়র। পেলের সঙ্গে তার মুখের মিল রয়েছে খানিকটা।
কয়েক ঘণ্টা পরেই ফ্যানদের কমেন্ট দেখেই হয়তো নিজের ভুল বুঝতে পারেন মধুমিতা। ছবিও পরিবর্তন করেন। তবে ততক্ষণে সব চাউর হয়ে গেছে। চারিদিকে চলছে তার সেই পোস্ট নিয়ে ট্রল। কেউ তার ফুটবল বা সাধারণ জ্ঞান নিয়েও প্রশ্ন তুলছেন।
এমনকি অনেকে তাকে ‘নির্বোধ মেয়ে!’ বলেও মন্তব্য করছেন। কেউ বলছেন ‘বাচ্চা ভিনিসুয়াসকেও মৃত ঘোষণা করে দিচ্ছেন, না জেনে সব কিছুতে ফুটেজ খেতে গেলে এটাই হয়।’ যদিও এই বিতর্কে পাল্টা কোনও প্রতিক্রিয়া দেখাননি মধুমিতা।