প্রতিপক্ষের জালে আট গোল, যে রেকর্ড গড়ল আতালান্তা
অনলাইন ডেস্ক
১৯৯৬ সালের পর এই প্রথম প্রতিপক্ষের জালে ৮ গোল দিল ইতালির ফুটবল লিগ সিরিআ’র কোনো দল। আতালান্তা সালেরনিতানাকে হারিয়েছে ৮-২ গোলে।
গেল ২৬ বছরে এটাই ইতালির ঘরোয়া লিগ সিরিআ’য় প্রতিপক্ষের জালে আট গোল দেওয়ার একমাত্র ঘটনা।
এরমধ্যে লুকমান দুইটি গোল দিয়েছেন। বাকি ছয়টি গোল করেছেন আতালান্তার ছয় জন ফুটবলার। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আতালান্তার আর মাত্র তিন পয়েন্ট চাই।
বর্তমানে আতালান্তা, লাজিও ও রোমার পয়েন্টির সংখ্যা একই। আগামী সপ্তাহে জুভেন্টাসকে হারাতে পারলেই সিরিআ’র পয়েন্ট টেবিলে চারে পৌঁছে যাবে আতালান্তা।