প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, আটক ১
নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোরে প্রতিপক্ষের হামলায় মাসুদ রানা (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার কেফায়েতনগর বসুন্দিয়া মোড় এলাকার মৃত সোহরাব হোসেনের ছেলে। এ ঘটনায় আরও ৫ জন আহত হন। বুধবার দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার গাইদগাছি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, মাসুদ রানা বসুন্দিয়া মোড়ে বসবাস করলেও তার বাবার বাড়ি পাশের বনগ্রামে। ওই গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মুরাদ, শিমুলসহ বেশ কয়েকজনের সাথে মাসুদের বিরোধ চলে আসছিল। বুধবার মধ্যরাতের পর মুরাদ, শিমুল, বাবু, পিন্টু, হাকিম, আল আমিনসহ ১০-১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাসুদ ও তার লোকজনের ওপর হামলা চালায়। স্থানীয় মসজিদের মাইকে এসময় ‘ডাকাত পড়েছে’ বলে প্রচার করা হয়। এসময় মাসুদ ও তার লোকজনদের বেধড়ক মারপিট করে তারা। খবর পেয়ে অভয়নগর থানা ও বসুন্দিয়া ফাঁড়ি পুলিশ তাদের ৬ জনকে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। আহত অন্য ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় পুলিশ শিমুল নামে এক যুবককে আটক করেছে। যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, নিহত মাসুদ রানার বিরুদ্ধে ১৫টি মাদক ও দুটি চাঁদাবাজির মামলা রয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িত অন্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।