প্রথম আলোর প্রতিবেদন আইসিটি বিচার কার্যক্রমের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ
অনলাইন ডেস্ক
‘প্রথম আলো’-তে প্রকাশিত “এটিএম আজহারুলের মামলায় তাজুল ইসলামের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন” শিরোনামের প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটর কার্যালয়।
গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রতিবেদনটি ট্রাইব্যুনালের চলমান বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে একটি ‘অসৎ প্রচেষ্টা’ এবং ‘মন্তব্যভিত্তিক ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত’।
প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ২০১০ সাল থেকে জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের আইনজীবী ছিলেন, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের দায়িত্ব গ্রহণের পর তিনি ওই মামলায় অংশ নেননি। সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চকে তিনি জানিয়েছেন, এই মামলায় তিনি অংশগ্রহণ করবেন না।
এ কারণে তার কোনো ‘স্বার্থের সংঘাত’ নেই এবং তিনি পেশাগত আচরণবিধি ও নৈতিকতা লঙ্ঘন করেননি বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আওয়ামী লীগ এবং পতিত স্বৈরশাসকের পক্ষে একটি স্বার্থান্বেষী ব্যক্তি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য সমন্বিত প্রচেষ্টায় লিপ্ত হয়েছে।”
প্রধান প্রসিকিউটর কার্যালয় দ্রুত প্রতিবেদনটি প্রত্যাহার এবং সংশ্লিষ্ট প্রতিবেদকের দুঃখ প্রকাশ দাবি করেছে।