প্রথম পর্যায়ে ৪৫ মেট্রিক টন পদ্মার ইলিশ ঢুকলো ভারতে
দীপক দেবনাথ, কলকাতা
দুর্গাপূজার আগেই বাংলাদেশের রূপালী শস্য পদ্মার ইলিশ এসে পৌঁছাল ভারতে। বৃহস্পতিবার বিকালের দিকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল স্থল সীমান্ত দিয়ে বৃহস্পতিবার নয়টি ট্রাকে প্রথমপর্যায়ে প্রায় ৪৫ মেট্রিক টন পদ্মার ইলিশ বাংলাদেশ থেকে ভারতে পৌঁছাল। প্রতিটি ইলিশ ৮০০ থেকে শুরু করে দেড় কেজি ওজনের। পরবর্তীতে ধাপে ধাপে বাকি ইলিশ ভারতে পৌঁছাবে।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। ৭৯টি সংস্থা এই ইলিশ রফতানির ছাড়পত্র পেয়েছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
দুর্গাপূজোর মাত্র আর কয়েকটা দিন বাকি। ফলে উৎসবের আগেই রাজ্যে ইলিশ ঢোকায় খুশির হাওয়া বাঙালির মধ্যে। স্থলবন্দর থেকেই এই ইলিশ সড়ক পথে চলে যাবে হাওড়ার পাইকারি মাছের বাজারে। সেখান থেকেই শুক্রবার সকালের মধ্যেই কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তরে খুচরো বাজারে পৌঁছে যাবে।
পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট ফিরোজ মন্ডল বলেন, আজ বঙ্গে প্রথম পদ্মা ইলিশ ঢুকলো। এখন পর্যন্ত নয়টি গাড়ি এসেছে। পরে আরও তিনটে গাড়ি আসবে। এখন পর্যন্ত প্রায় ৪৫ টন মাছ এসেছে।