প্রথম বাংলাদেশি নারীর দুর্গম আমা দাবলাম অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের আমা দাবলাম পর্বত অভিযান শুরু করেছেন পর্বতারোহী শায়লা বিথী। তিনি আজ শুক্রবার সকালে নেপালের লুকলা বিমানবন্দর থেকে ট্রেকিং শুরু করেছেন।

৬ হাজার ৮১২ মিটার (২২,৩৪৯ ফুট) উচ্চতার এ পর্বতটি টেকনিক্যাল দিক থেকে খুবই কঠিন বিবেচনা করা হয়। এ পর্বত আরোহনের জন্য রক ক্লাইম্বিং এ বিশেষ দক্ষতা এবং শারীরিক ফিটনেস থাকতে হয়। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নারী দুর্গম এ পর্বত অভিযানে যাননি।

কুরিয়ার সেবা প্রতিষ্ঠান পারসেল এর সার্বিক সহযোগিতায় শায়লা বিথী আমা দাবলাম জয়ের চ্যালেঞ্জ নিয়েছেন। এ চ্যালেঞ্জে জয়ী হলে বাংলাদেশের নারীদের পর্বতারোহনের ইতিহাসে আরেকটি বিশেষ সাফল্যের মুকুট যোগ হবে।
সবকিছু ঠিক থাকলে আগামী ৫ দিন ট্রেকিংয়ের পর তার আমা দাবলাম বেইজ ক্যাম্পে পৌঁছানোর কথা রয়েছে। বেইজক্যাম্প থেকে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে তিনি আমা দাবলাম চূড়ায় পৌঁছানোর চেষ্টা করবেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের পাঁচ পর্বতারোহীসহ শায়লা বিথীদের দল আজ ভোর সাড়ে ৫টার দিকে নেপালের কাঠমাণ্ড থেকে হেলিকপ্টার যোগে লুকলা বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সকাল ৯টার দিকে তারা ট্রেকিং শুরু করেছেন। আজ তাদের ফাকদিন নামের একটি গ্রামে পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে আগামীকাল আবার ট্রেকিং শুরু হবে বলে জানিয়েছেন শায়লা বিথী।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে আমা দাবলাম অভিযানের লক্ষ্যে ঢাকা থেকে বিমানযোগে কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা শুরু করেন শায়লা বিথী। বুধবার রাতে বনানীর অরগ্যানিক ডাইন রেস্টুরেন্টেু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শায়লা বিথীর হাতে জাতীয় পতাকা ও স্পন্সর পারসেলের লোগো সংবলিত প্ল্যাকার্ড হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights