প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার হওয়া ওই যুবকের নাম শেখ রাসেল। শনিবার রাতে নগরীর টাইগার পাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শেখ রাসেল ভুক্তভোগীর নারীর স্বামীর বন্ধু।
র্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, ভুক্তভোগীর স্বামীর কাছ থেকে টাকা ধার নেন অভিযুক্ত রাসেল। প্রতি মাসে অল্প অল্প করে টাকা শোধ করার কথা ছিল। সেই সুবাধে ওই নারীর বাসায় নিয়মিত যাতায়াত ছিল। যাতায়াতকালে গোপনে ওই নারীর কিছু ব্যক্তিগত ছবি সংগ্রহ ও ভিডিও ধারণ করে রাখেন। পরে সেগুলো দেখিয়ে রাসেল ওই গৃহবধূকে শারীরিক সম্পর্ক করার জন্য চাপ দিতে থাকেন। গত ১৫ জানুয়ারি রাসেলের বিরুদ্ধে ওই নারী ডবলমুরিং থানায় একটি জিডি করেন। এতে ক্ষিপ্ত হয়ে ছবি ও ভিডিও এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনার পর মামলা দায়ের করে ভুক্তভোগী ওই নারী। পরে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।