‘প্রাক্তনকে বার্তা পাঠানোর দিন’ আজ

অনলাইন ডেস্ক

আজ ‘টেক্সট ইওর এক্স ডে’ বা প্রাক্তনকে বার্তা পাঠানো দিবস।

প্রতি বছরের ৩০ অক্টোবর যুক্তরাষ্ট্রে ‘ন্যাশনাল টেক্সট ইয়োর এক্স ডে’ পালন করা হয়।

প্রাক্তন যদি আপনার মনে সামান্যও থেকে থাকে, যদি মনে পড়ে পুরনো সেই দিনের কথা, তাহলে একসময়ের সেই প্রিয় মানুষকে এসএমএস পাঠাতে পারেন। চাইলে আপনিও দিবসটি উদযাপন করতে পারেন। খোঁজ নিতে পারেন তার। ক্ষুদেবার্তায় পাঠিয়ে দিতে পারেন মনের কথা।
১৯৮৪ সালে জার্মানিতে টেক্সটিং বা এসএমএসের (সংক্ষিপ্ত বার্তা) ধারণা বিকশিত হলেও কার্যকর হতে কয়েক বছর সময় লেগেছিল।

১৯৯২ সালের ডিসেম্বরে ২২ বছর বয়সী প্রকৌশলী কম্পিউটার ব্যবহার করে মোবাইলে ফোনে ‘মেরি ক্রিসমাস’ লিখে পাঠান।

তখন থেকে প্রযুক্তি ও সংস্কৃতি দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। আধুনিক যোগাযোগের সর্বাধিক ব্যবহৃত ফর্ম হয়ে উঠেছে এসএমএস। বিশেষ করে ৬০ বছরের কম বয়সীদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights