প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা পদ্ধতি বাতিলের দাবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে বৈষম্যমূলক কোটা (বিশেষ বিধানে উল্লেখিত) বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিএম কলেজের প্রশাসনিক ভবনের সামনের সড়কে ‘অধিকার বঞ্চিত বেকার সমাজের’ ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন বিএম কলেজ শিক্ষার্থী মাহবুবুর রহমান, নিলয় মিত্র, আনিছুর রহমান উজ্জল ও গৌতম ব্যাপারীসহ অন্যরা।
বক্তারা বলেন, ২০১৮ সালে জনপ্রশাসন মন্ত্রণালয় ৯ থেকে ১৩ গ্রেডে কোটা বাতিল করেছে। তারপরও এবার প্রাথমিক বিদ্যালয়ে ৩৭ হাজার শিক্ষক নিয়োগে ৮৬ ভাগ বিভিন্ন কোটা অনুসরণ করা হয়েছে। এতে ৬০ নম্বর পেয়েও মেধাবী যুবকরা চাকরি বঞ্চিত হয়েছেন।
অন্যদিকে একই পরীক্ষায় মাত্র ৪০ নম্বর পেয়ে চাকরি পেয়েছেন কোটাধারীরা। মেধা বিকাশে কোটা পদ্ধতি বাতিল করে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দাবি জানান তারা।