‘ফখরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগণের সাথে তামাশা করছেন’
গোপালগঞ্জ প্রতিনিধি
জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীমের এমন বক্তব্যের জবাবে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি বলেছেন, মির্জা ফখরুলরা তারেক জিয়ার নির্দেশে বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করছেন, তামাশা করছেন। বড় তামাশার দল হচ্ছে বিএনপি, বড় দুর্নীতির দল হচ্ছে বিএনপি, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধী দল বিএনপি। সেই দলের মহাসচিব মির্জা ফখরুলের কোনো কথা বলার শক্তি নেই। তারেক জিয়ার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথা বলে। মির্জা ফকরুল কখন কি কথা বলে এতে বাংলাদেশের মানুষ মনে করে তিনি জাতির সাথে তামাশা করছেন।
মঙ্গলবার সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এস এম কামাল হোসেন আরো বলেন, আওয়ামী লীগ জনগণের দল। জনগণের প্রত্যাশা পূরণে শেখ হাসিনা জনগণের চোখের ভাষা বুঝে জনগণের কল্যাণে দিন-রাত পরিশ্রম করছেন। স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার, সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ করছেন।
এর আগে সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ। এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।