‘ফখরুলরা বিদেশি শক্তির সাথে আঁতাত করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়’
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ বলেছেন, যারা ৩ নভেম্বর জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করেছিলো, তারাই ২১ আগষ্ট গ্রেনেড হামলা চালিয়েছিলো। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্রকারীরা নির্বাচন বানচাল করতে চায়। তারা জানে, নির্বাচন হলে নৌকার প্রার্থীদের হারিয়ে কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। তাই মির্জা ফখরুলরা বিদেশি শক্তির সাথে আঁতাত করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। বাংলার জনগণ তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না।
সোমবার ভাঙ্গায় ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলার মানুষ চায় বঙ্গবন্ধুর হত্যাকারী যারা এখনো বিদেশে পালিয়ে রয়েছে, তাদের দেশের মাটিতে এনে ফাঁসির রায় কার্যকর করা হোক।
ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে বঙ্গবন্ধু চত্বরে ভাঙ্গা উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ আয়োজিত সভায় বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলাইন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য এম এম কামরুজ্জামান কাফী, ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টিপু মির্জা, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ রবিন, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশীদ চৌধুরী রিয়ান প্রমুখ।