ফরিদপুরে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার স্মরণসভা
ফরিদপুর প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, স্বল্প সময়ের মধ্যে সংস্কার করে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমরা যে ভোটের অধিকারের জন্য আন্দোলন করে আসছি, সেই ভোটাধিকার জনগণকে ফের দিতে হবে। তিনি বলেন, আমরা প্রতিশোধপরায়ণ নই, আমাদের নেতাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাই বলে আমরা হত্যার বদলে হত্যার প্রতিশোধ নেবো না। জামায়াত ইসলামী প্রতিশোধের রাজনীতি করে না। আওয়ামী লীগের সমালোচনা করে হামিদুর রহমান আযাদ বলেন, গত পনেরো বছরে আওয়ামী লীগ অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তারা লুটপাটের মাধ্যমে চারটি বাজেটের সমপরিমাণ টাকা বিদেশে পাচার করেছে। যারা হত্যা, লুন্ঠন, গুম-খুনের সাথে জড়িত ছিল তাদের বিচার এই বাংলার মাটিতে হবে।
শুক্রবার সকালে ফরিদপুরের সদরপুরে সাবেক জামায়াত নেতা শহীদ আব্দুল কাদের মোল্লা স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এক স্মরণসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শহীদ কাদের মোল্লা স্মৃতি সংসদের সদস্য সচিব হাসান মওদুদের সভাপতিত্বে হাসপাতাল মোড় সংলগ্ন বালুর মাঠে আয়োজিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বদরুদ্দীন আহমেদ, সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওহাব আলী, নায়েবে আমীর ইমতিয়াজ উদ্দীন আহমেদ, ভাষানচর ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান মো: মাইনদ্দীন আহমেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা জামাতের আমির মো: দেলোয়ার হোসেন প্রমুখ।