ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এরইমধ্যে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৬৩ জন রোগী ভর্তি রয়েছে।

এদিকে, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার ভোররাতে জাহানারা বেগম (৩৯) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি গত ১৬ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সুলতানা মন্ডল।

জাহানারা বেগমের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার আগমারা গ্রামে। তার স্বামীর নাম ইউনুস হোসেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান জানান, জেলায় এ পর্যন্ত ৫০৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৪৫ জন। বাকি ১৬৩ জন রোগী বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ১০২ জন, সদর হাসপাতালে ১০ জন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন এবং চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

ফরিদপুরে হঠাৎ করে উদ্বেগজনক হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধে কোন প্রকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি পৌর কতৃপক্ষ কিংবা স্বাস্থ্য অধিদপ্তর। ফলে ফরিদপুরের সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights