ফরিদপুরে নানা কর্মসূচিতে ৭ই মার্চ পালন
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় স্থানীয় অম্বিকা ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোঃ শাহজাহান, জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, পৌর মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ।
দিনটি উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল, রচনা প্রতিযোগীতা ও ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি পালন করা হয়। এদিকে, দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি পালন করে।