ফরিদপুরে ভূমি সেবা সপ্তাহ শুরু

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে জেলা প্রমাসনের উদ্যোগে শুরু হয়েছে ভ‍‍ূমি সেবা সপ্তাহ। সোমবার সকালে বেলুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ। পরে একটি র‌্যালি বের হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হওয়া র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বেলা ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটন আলীর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছিন কবির, বিপুল চন্দ্র দাস, আশিকুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে ভূমি সেবার বিভিন্ন দিক তুলে ধরেন সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার দীপজন মিত্র। ২২ মে থেকে শুরু হওয়া ভূমি সেবা সপ্তাহটি চলবে আগামী ২৮ মে পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights