ফিরছেন টাইগার, এক ঝলকেই বাজিমাত সালমানের (ভিডিও)

অনলাইন ডেস্ক

এক ঝলকেই বাজিমাত করলেন বলিউড ভাইজান’খ্যাত সালমানা খান। আগেই ঘোষণা দিয়েছিলেন দীপাবলিতে মুক্তি পাবে তার নতুন ছবি ‘টাইগার ৩’। দর্শকদের মধ্যে ইতিমধ্যেই এই ছবি নিয়ে কৌতূহলের পারদ ঊর্ধ্বমুখী। দর্শকদের উত্তেজনাকে আরও কিছুটা বাড়িয়ে দিতেই ছবির বিশেষ প্রথম টিজার হিসাবে বার্তা দিলেন সালমান।

আজ বুধবার প্রকাশিত ১ মিনিট ৪৩ সেকেন্ডের ভিডিওতে টাইগার অবতারে ভাইজানকে দেখেই হইচই নেটপাড়ায়। টাইগার ৩-এর টিজার দেখেই সালমান ভক্তরা বলছেন, এই ছবি ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবির রেকর্ড ভেঙে হাজার কোটির থেকেও বেশি ব্যবসা করবে।

এ সিনেমার প্রচারের অংশ হিসেবে এক ঝলক প্রকাশ করেছে যশরাজ ফিল্মস। বুধবার প্রযোজনা প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এটি। এ ভিডিওর শিরোনাম দেওয়া হয়েছে ‘টাইগার কা মেসেজ’ অর্থাৎ ‘টাইগারের বার্তা’। ভিডিওর শুরুতে দেখা যায়, টাইগার অর্থাৎ সালমান খান জনগণের জন্য বার্তা রেকর্ড করছেন।
এ বার্তায় সালমান বলেন, আমার নাম অবিনাশ সিং রাঠোর। আপনাদের জন্য টাইগার হয়েছি। ভারতকে নিরাপদ রাখার জন্য আমি আমার জীবনের ২০টি বছর ব্যয় করেছি। বিনিময়ে কখনো কিছু চাইনি। ‘র’ এজেন্ট টাইগার হাতেনাতে ধরা পড়েছিল। তারা আপনাকে বলবে, টাইগার আপনার শত্রু। টাইগার একজন বিশ্বাসঘাতক।

এমন অনেক বার্তা এই ভিডিওতে দিয়েছেন টাইগার। এ বার্তা দেওয়ার পাশাপাশি ধুন্ধুমার অ্যাকশন দৃশ্য রয়েছে ১ মিনিট ৪৩ সেকেন্ড দৈর্ঘ্যের এ ভিডিওতে। মারমুখী ভঙ্গিতে সালমানকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন তার ভক্তরা।

‘টাইগার থ্রি’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটির অ্যাকশন দৃশ্যে সালমানের সঙ্গে হাজির হবেন শাহরুখ। তাদের অ্যাকশন দৃশ্যের জন্য প্রযোজক আদিত্য চোপড়া ৩৫ কোটি রুপি ব্যয় করেছেন।

টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ। এটি পরিচালনা করছেন মণীশ শর্মা।https://www.facebook.com/Shakib.Al.Hasan/posts/832807058198555?ref=embed_post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights