ফিলিপাইনের প্রেসিডেন্টকে প্রকাশ্যে ‘হত্যার হুমকি’ দিলেন ভাইস প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক
ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে নিজের কিছু হলে দেশটির প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের স্ত্রী এবং প্রতিনিধি পরিষদের স্পিকারকে ‘সরাসরি হত্যার হুমকি’ দিয়েছেন। শনিবার সারা দুতার্তে প্রকাশ্য জানান, তিনি প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, প্রেসিডেন্টের স্ত্রী এবং প্রতিনিধি পরিষদের স্পিকারকে হত্যা করার জন্য একজন ঘাতককে চুক্তিবদ্ধ করেছেন, যদি তিনি নিজে নিহত হন। এটি কোনো রসিকতা নয় বলেও হুঁশিয়ারি দেন তিনি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী দুই রাজনৈতিক পরিবারের মধ্যে বিভেদ বৃদ্ধির নাটকীয় লক্ষণ এটি। সারা দুতার্তে বলেন, আমি একজনের সঙ্গে কথা বলেছি। আমি বলেছি, যদি আমাকে হত্যা করা হয় তাহলে বংবং মার্কোস, ফার্স্ট লেডি লিজা আরানেতা এবং স্পিকার মার্টিন রোমুয়ালদেজকে হত্যা করবে। এটি তামাশা নয়। কোনো রসিকতা নয়।

সকালের দিকে এক সংবাদ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট বেশ অশালীন ভাষায় কথা বলেন। তিনি বলেন, ‘আমি বললাম (ঘাতককে), যতক্ষণ না তুমি তাদের হত্যা করবে, ততক্ষণ থামবে না। তারপর সে হ্যাঁ বললো।’

সারা দুতার্তে বলেন, ‘এই দেশ জাহান্নামে যাচ্ছে কারণ আমরা এমন এক ব্যক্তির নেতৃত্বে পরিচালিত হচ্ছি, যিনি জানেন না কীভাবে প্রেসিডেন্ট হতে হয়। আর তিনি মিথ্যাবাদী।’

এদিকে সারা দুতার্তের এমন হুমকির প্রেক্ষিতে প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশনস অফিস এক বিবৃতিতে বলেছে, ভাইস প্রেসিডেন্টের বক্তব্যের ভিত্তিতে নির্বাহী সচিব ‘এই সক্রিয় হুমকিকে’ প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি কমান্ডের কাছে তাৎক্ষণিক যথাযথ পদক্ষেপের জন্য বলেছেন। প্রেসিডেন্টের জীবনের প্রতি যে কোনো হুমকিকে সবসময় গুরুত্বের সঙ্গে নিতে হবে।

সূত্র : সিএনএন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights