ফিলিস্তিনিদের উপর নির্যাতনের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের সমাবেশ
জুনায়েদ মাসুদ, জবি প্রতিনিধি;
দশকের পর দশক ধরে দখলদারিত্ব ও নিষ্পেষণের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এতে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
রবিবার (১৫ অক্টোবর) বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় সমাবেশে ফিলিস্তিনের পতাকা, বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে শিক্ষার্থীরা সমাবেশ করেন। সমাবেশে শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর’, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, বছরের পর বছর নানাভাবে ইসরায়েলের দ্বারা নির্যাতিত হচ্ছে ফিলিস্তিনের জনগণ। তাদের স্বাধীনভাবে বেঁচে থাকতে দিচ্ছে না ইসরায়েল। ফিলিস্তিনের ওপর সব নির্যাতনের অবসান ঘটিয়ে দ্রুত স্বাধীন রাষ্ট্র হিসাবে মর্যাদা দেওয়া হোক।
তারা আরও বলেন, সারা বিশ্বে যত মুসলিম দেশ আছে আমাদের উচিত এসময় ফিলিস্তিনদের পাশে দাঁড়ানো উচিত। ফিলিস্তিনের ওপর সব নির্যাতনের অবসান ঘটিয়ে দ্রুত সময়ের মধ্যে স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা দেওয়ার দাবি জানাচ্ছি।
এ সময় ফিলিস্তিনের মুক্তিকামী ও নিপীড়িত জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপনের মাধ্যমে শিক্ষার্থীরা সমাবেশ শেষ করেন।