ফুলপুরে জাতীয় শোক দিবসে গাছের চারা রোপণ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সারাদেশে ৩ কোটি চারা রোপণের অংশ হিসেবে ফুলপুরে বিভিন্ন জাতের ১৮ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গ্রামীণ ব্যাংকের সামনে একটি আমের চারা রোপণ করে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। এরপর ফুলপুর পৌরসভা ও প্রতিটি ইউনিয়নে চারা রোপণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের ফুলপুর এরিয়া ম্যানেজার মো. কবির আহমেদ সরকার।

গ্রামীণ ব্যাংক, ফুলপুর শাখার ম্যানেজার মো: মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (টেকনিক্যাল) এ কে এম মুর্শিদুল আলম উজ্জ্বল, সহকারী শিক্ষক মাজাহারুল ইসলাম সজল, প্রমোদ কুমার তরফদার, ফুলপুট শাখার সহকারী ম্যানেজার রবিউল ইসলাম, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সদস্য রওশন জাহান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights