ফুলপুর থানার উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে নির্মিত সিনেমা প্রদর্শনী
ময়মনসিংহের ফুলপুর থানার উদ্যোগে ‘মুজিব: একটি জাতির রূপকার’ নামে নির্মিত সিনেমা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের উদ্যোগে ও ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আয়োজনে বৃহস্পতিবার রাত ৯টায় থানা প্রাঙ্গণে এই সিনেমা প্রদর্শনী শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান এর উদ্বোধন করেন। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভিন লাকি, তারাকান্দা থানার ওসি আবুল খায়ের সোহেল, ফুলপুর থানা ওসি (তদন্ত) বন্দে আলী, সেকেন্ড অফিসার এসআই সুমন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলার গ্রাম পুলিশদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। আয়োজক হিসেবে ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, এ সিনেমাটি দেখানোর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মকে গণমানুষের কাছে পৌঁছে দেওয়াই হলো মূল লক্ষ্য। একজন ব্যক্তি তার দেশ ও দেশের মানুষকে কতটা ভালবাসেন এবং ভালোবেসে সংগ্রামের কোন পর্যায়ে নিয়ে যেতে পারেন, কতটা বিসর্জন দিতে পারেন এ সিনেমা তারই একটি অনন্য উদাহরণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে যাওয়া উচিত। বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের কথা যত মানুষের কাছে পৌঁছাবে ততই মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হবে বাংলাদেশ। তাই আমি এর ব্যাপক প্রচার ও প্রসার কামনা করছি।