ফুলবাড়ীতে ধরলা চরের ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ০৩.০২.২৪
কুড়িগ্রামের ফুলবাড়ীর ধরলাচরের পশ্চিম ধনীরাম গ্রামের ভুট্টা ক্ষেত থেকে ষাটোর্ধ্ব বয়সের গলাকাটা ও মুখ মণ্ডল ক্ষতবিক্ষত অবস্থায় এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

ভুট্টা ক্ষেত মালিক স্থানীয় শাহ আলম জানান, শনিবার দুপুরে গবাদিপশুর ঘাস সংগ্রহের জন্য একদল মহিলা তার ভুট্টা খেতে প্রবেশ করে লাশটি দেখে এলাকাবাসী জানায়।

সরে জমিনে দেখা গেছে ওই অজ্ঞাতনামা লাশটির গলাকাটা এবং মুখ মন্ডলের চামড়াগুলো তুলে ফেলা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসেছে। লাশটি সুরতহাল করা হচ্ছে। এ রিপোর্ট লেখার সময় ঘটনাস্থলে লাশটি দেখার জন্য শত শত উৎসুক জনতা ভীড় করছেন। লাশের পরনে ট্রাউজার সহ লুঙ্গি এবং গায়ে লাল ও বাদামি রঙের একটি সুইটার রয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ জানান,ঘটনা জানার পরপরই পুলিশ সেখানে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights