ফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে বুধবার সকালে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, পবিত্র গীতা থেকে পাঠ, আহ্বানী কীর্তন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকাল এগারোটায় কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি বের হয়ে ফুলবাড়ী বাজারের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে এসে পুনরায় মন্দির প্রাঙ্গনে সমবেত হয়ে প্রসাদ গ্রহণ করেন।

ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি বীরেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে শোভাযাত্রায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রান কৃষ্ণ দেবনাথ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি সুনীল চন্দ্র রায়, সহসভাপতি রবীন্দ্রনাথ রায়, মহিলা ঐক্য পরিষদের সভাপতি শিপ্রা রানী রায়, সাধারণ সম্পাদক অলকা রাণী রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের হিসাব নিরক্ষক সন্তোষ কুমার সিংহ, শিমুলবাড়ী ইউনিয়নের সভাপতি সুশীল কুমার রায় সহ সনাতনী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights