ফুলবাড়ীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদ, ফুলবাড়ী উপজেলা শাখা, কুড়িগ্রামের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট ২০২৩) দুপুরে উপজেলার খাদ্য গুদাম সংলগ্ন বীরেন্দ্রনাথ রায়ের বাড়িতে সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ফুলবাড়ী উপজেলা শাখা, কুড়িগ্রামের সাধারণ সম্পাদক অনীল চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের সভাপতি শংকরী ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফাল্গুনী তরফদার, ধর্ম বিষয়ক সম্পাদক শংকরী সরকার।
এছাড়াও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ফুলবাড়ী উপজেলা শাখা, কুড়িগ্রামের সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায়ের প্রধান পৃষ্ঠপোষকতা ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অমল চন্দ্র রায়ের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি রবীন্দ্রনাথ রায়।
সম্মেলনে শিপ্রা রাণী রায়কে সভাপতি ও অলকা রাণী রায়কে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি নীলা রাণী সেন, যুগ্ম সাধারণ সম্পাদক নমিতা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক পারুল বালা রায়, সহ সাংগঠনিক অর্চনা রাণী রায়।