ফেনসিডিল পাচারের অভিযোগে গ্রেফতার ২

অনলাইন ডেস্ক
যাত্রাবাড়ীতে ট্রাভেল ব্যাগে করে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম জানান, যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন মো. আরিফ বিল্লাহ্ (৩৬) ও বিল্লাল হোসেন ওরফে সবুজ (৩২)।

এ সময় তাদের কাছ থেকে ১৪৭ বোতল ফেনসিডিল, মাদক বহনে ব্যবহৃত ১টি ট্রাভেল ব্যাগ ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। রবিবার রাতে র‌্যাব-১০ এর একটি দল সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাতে আমিনুল ইসলাম গণমাধ্যমে বলেন, গ্রেফতাররা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়েরপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights