ফেনীতে জুয়ার টাকার জন্য খুন

ফেনী প্রতিনিধি:
ফেনী পৌরসভার ফলেশ্বর এলাকার গৃহকর্মী মাসুদা বেগমকে (৬৫) গলা কেটে হত্যার ঘটনায় আবির আল রাফিকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। জুয়া খেলার টাকার জোগাতে চুরি করার সময় মাসুদা বেগম দেখে ফেলায় তাকে হত্যা করেন রাফি।

গ্রেপ্তার রাফি নোয়াখালী জেলার সদর উপজেলার চর মটুয়া গ্রামের মো. মেজবাহ উদ্দিনের ছেলে। তিনি ফেনীর একটি সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে চতুর্থ সেমিস্টারে অধ্যয়নরত।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেনী পিবিআই পুলিশ সুপার জয়িতা শিল্পী।
পুলিশ সুপার জানান, বৃদ্ধা মাসুদা বেগম হত্যার ঘটনায় মামলা করার পর থেকে সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুর করে পিবিআই। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে আবির আল রাফিকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জানা যায়, রাফি বেশ কিছুদিন ধরে অনলাইনে জুয়া খেলায় তীব্রভাবে আসক্ত ছিলেন। একপর্যায়ে জুয়া টাকার জন্য বাবার কাছ থেকে একটি ল্যাপটপ কেনার কথা বলে ৪০ হাজার টাকা বাড়ি থেকে নিয়ে আসেন। ওই টাকাও জুয়া খেলায় শেষ হয়ে গেলে গত ২৬ ডিসেম্বর পৌরসভার ফলেশ্বর এলাকায় সাবেক পৌর কাউন্সিলর গোলাম ফারুকের ভাই গোলাম কিবরিয়া বকুলের বাসায় চুরি করতে গেলে নিহত মাসুদা বেগম দেখে ফেলেন। একপর্যায়ে মাসুদা বেগম তাকে আটকানোর চেষ্টা করলে আসামি রাফি তার সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাকে (মাসুদা) হত্যা করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।
জয়িতা শিল্পী জানান, গ্রেপ্তারের পর আসামির দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও পরিহিত কালো রঙের চেক শার্ট উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাফি এ হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ঘটনার বিস্তারিত জানার জন্য আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
গত ২৬ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে মাসুদা বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৭ ডিসেম্বর নিহতের ছেলে মো. জাফর বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
নিহত মাসুদা বেগম ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পিঠাপাশারী এলাকার মোস্তফা ভূঁঞা বাড়ির সিরাজুল ইসলামের স্ত্রী। তিনি গত ৮ বছর ধরে ফারুক কমিশনারের বাড়ির গৃহকর্মী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights