ফেনীতে স্বর্ণের দোকানে ডাকাতি-খুনের ঘটনায় গ্রেফতার ২

ফেনীর সোনাগাজীর চাঞ্চল্যকর অর্জুন স্বর্ণ শিল্পালয়ে দিন-দুপুরে ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত দুই ডাকাতকে পিরোজপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাবের একটি যৌথ দল। গত শুক্রবার রাতে পুলিশ তদের পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা থেকে গ্রেফতার করে সোনাগাজী থানায় নিয়ে আসে। এসময় ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন আইনাল মাল (৩২) ও রাকিব মাল (২১)। উভয়ের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দক্ষিণ বেছকি গ্রামে। আইনাল মাল ইউছুপ মাল ও হনুপা বেগমের ছেলে। রাকিব মাল মৃত কুদ্দুছ মাল ও খায়রুন নেছার ছেলে।

পুলিশের একটি সূত্রে জানাযায়, আলোচিত এ হত্যাকাণ্ড ও স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনায় জড়িতদের পুলিশ ইতিমধ্যে শনাক্ত করেছে। সোনাগাজী মডেল থানার ওসি মু. খালেদ হোসেন বলেন, স্বর্ণ দোকান ডাকাতি ও অর্জুন ভাদুড়ি হত্যার ঘটনায় পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি কালো রঙের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের সহসাই গ্রেফতার করা হবে।
র‌্যাব ৭ এর অধিনায়ক সাদেকুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights