ফের গুচ্ছে ফিরে যাওয়া অনেক কঠিন : জবি উপাচার্য
জবি প্রতিনিধি
গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি বলেন, আমাদের জন্য পুনরায় গুচ্ছে ফিরে যাওয়া অনেক কঠিন।
গতকাল সোমবার রাতে বাংলাদেশ প্রতিদিনকে মুঠোফোন এসব কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
উপাচার্য বলেন, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি গুচ্ছ থেকে বের হবার জন্য। তাহলে এখন আবার নতুন করে সিদ্ধান্ত জানাতে হলে সবাই মিলে বসে আলোচনার পর সিদ্ধান্ত নিতে হবে। আমাদের নিজেদের পুনরায় গুচ্ছে ফিরে যাওয়ার কোনো ইচ্ছে নেই এবং আমরা কেউ চাচ্ছি না।
উপাচার্য বলেন, আমরা একটি চিঠি পেয়েছি মন্ত্রণালয়ে থেকে। যেহেতু সরকার একটা সিদ্ধান্ত জানিয়েছে সুতরাং আমরা আগামী বুধবার যথাযথ সভায় বসে গুচ্ছের বিষয়ে আলোচনা করব। আমরা একা কোনো সিদ্ধান্ত নেইনি। সুতরাং যা হবে সবাই মিলে হবে।
উপাচার্য আরও বলেন, আমাদের অলরেডি প্রশ্ন তৈরি হয়ে গেছে। এ মুহুর্তে গুচ্ছ থেকে বের হওয়া সম্ভব নয়। আমরা বিষয়টি নিয়ে সবার সঙ্গে কথা বলে বুধবার সিদ্ধান্ত জানাব।